Physics All Cheapter

 









 











  • লেন্স কাকে বলে?
  • উত্তরঃ দুটি গোলীয় পৃষ্ঠধারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
  • দর্পণের মেরু কাকে বলে?
  • গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠে মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে।
  • আলোক কেন্দ্র কি?
  • আলোক কেন্দ্র হল লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্যে দিয়ে কোন রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপরপৃষ্ট হতে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি সমান্তরাল ভাবে নির্গত হয়।
  • অপটিক্যাল ফাইবার কি?
  • কাচ বা কোন স্বচ্ছ পদার্থের তৈরি সরু তন্তু বা ফাইবার যা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে আলো বহনের কাজে ব্যবহার করা হয় এরূপ তন্তু হচ্ছে অপটিক্যাল ফাইবার।
  • আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি?
  • আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে অভিমুখে যাওয়ার পথে দুই মাধ্যমের বিভেদ তলে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে আলোকরশ্মি সবটুকু দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।
  • টোমোগ্রাফি কি ?
  • যে প্রক্রিয়ায় কোন ত্রিমাত্রিক বস্তুর কোন অংশে দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টোমোগ্রাফি বলে।
  • ক্রান্তি কোণ কি?
  • নির্দিষ্ট রঙ্গের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণ এক সমকোণ হয় তাকে ঐ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে ।
  • প্রতিবিম্ব কি ?
  • কোন বিন্দু হতে নির্গত আলোকরশ্মি গুচ্ছ কোন মাধ্যমে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দু টি হল প্রথম বিন্দুর প্রতিবিম্ব।
  • ফোকাস তল কাকে বলে?
  • প্রথম ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কল্পিত সমতলী হচ্ছে ফোকাসতল।
  • যান্ত্রিক তরঙ্গ কি ?
  • যে পর্যাবৃত্ত আন্দোলন কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
  • দর্পণের গৌণ অক্ষ কাকে বলে?
  • মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠে যেকোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখায় হল গৌণ অক্ষ।
  • রৈখিক বিবর্ধন কাকে বলে?
  • বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।
  • প্রতিসরণ অংক কাকে বলে?
  • একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং কোন একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি একমাত্র থেকে অপর মাধ্যমে প্রতিসরিত হলে আপাতন কোন সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতকে ওই বর্ণের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।
  • দর্পণ কি?
  • যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
  • সমতল দর্পণ কি?
  • যে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
  • বিম্ব কাকে বলে?
  • কোন বিন্দু হতে মিশ্রিত আলোক রসিক উচ্চ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোন বিন্দু হতে অবস্থিত হচ্ছে মনে বলে মনে হয় তাদের দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা বিম্ব বলে।
  • লেন্সের ক্ষমতার একক কি?
  • লেন্সের ক্ষমতার একক হল ডায়াপটার
  • ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে?
  • যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোন তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর আবার সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত না হয় তবে এই ধরনের প্রতিফলন কে আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে।
  • প্রধান ফোকাস কাকে বলে?
  • প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মি গুচ্ছ কোন গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনে পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপ্রসৃত হয়ে হচ্ছে বলে মনে হয় তাই দর্পনে প্রধান ফোকাস।
  • উত্তল দর্পণ কাকে বলে?
  • কোন গোলকের উত্তলপৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।
  • দর্পণের মেরু কাকে বলে?
  • গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে


















দ্বাদশ অধ্যায়- তড়িত চৌম্বক ক্রিয়া












এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url