আর্টিকেলে স্ত্রিনশট যুক্ত করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
আপনাদের মাঝে অনেকেই হয়তো জানেনা আর্টিকেলে স্ত্রিনশট যুক্ত করার নিয়ম সর্ম্পকে জানেনা । আর্টিকেলে স্ত্রিনশট যুক্ত করার নিয়ম সর্ম্পকে জানতে হলে সম্পূর্ণ আর্টিকেল পড়তে হবে।
প্রিয় পাঠক আর্টিকেলে স্ক্রিনশট যুক্ত করার নিয়ম ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সমস্ত বিষয় সম্পর্কে জানতে হলে আর্টিকেল টীম মনোযোগ সহকারে পড়তে হবে।
আর্টিকেলে স্ত্রিনশট যুক্ত করার নিয়ম
প্রথমে আমাদের একটি ফাইল ওপেন করতে হবে এরপর স্লিপিং টুলস নামে একটি টুলস আছে সেটি ওপেন করতে হবে। ওপেন করার পর নিউ লেখা আছে যেখানে সেখানে ক্লিক করতে হবে। তারপর যতোটুকু স্ক্রিনশট নেওয়া হবে ততটুকু অংশ সিলেক্ট করতে হবে। এরপর সেফ বাটনে সেভ করতে বা কন্ট্রোল এস দ্বারা সেভ করা যায়।
স্ক্রিনশট কে এডিট করার জন্য ফটোশপ সবচাইতে ভালো।, ফোন থেকে যদি স্ক্রিনশট নিতে চান তাহলে ভয়ে মেয়ের অফ এন্ড ডাউন বাটন একসাথে চাপ দিও স্ক্রিনশট নেওয়া যায়। কম্পিউটারের স্ক্রিনশট এডিট করার জন্য ফটোশপ ওপেন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করে ফাইল সিলেক্ট করতে হবে। ফটোশপের ফাইলটি ওপেন হলে টেক্সট টুল বাটনে ক্লিক করে নিজের ওয়েবসাইট সম্পর্কে লিখতে পারেন।
লিখা হয়ে গেলে ফটোশপের উপরে টিক মার্ক দিতে হবে। এরপর লেখাটি গেম ডানে বামে বড় ছোট করতে হলে কন্ট্রোল টি চাপ দিয়ে ইচ্ছেমতো বড় ছোট ডানে বামে নেওয়া যাবে। লেখাটিকে হাইট করতে গেলে লেয়ার অপশনে গিয়ে অপসিটিতে ও ক্লিক করে ইচ্ছেমতো বা লিখা বুঝা যায় এমন ভাবে হাইট করতে হবে এরপর সেভ বাটনে ক্লিক করে সেভ করতে হবে। এভাবেই আমরা ল্যাপটপ বা ডেক্সটপে স্ক্রিনশট নিতে পারি।
গ্রামার বা ব্যাকরণগত ভুল সংশোধন
আমরা যখন অনেক সময় বাংলা বা ইংরেজিতে আর্টিকেল লিখে থাকে। ফলে আমাদের বানানগত অনেক ভুল দেখা যায়। ইংরেজি ক্ষেত্রে বানান ভুল হলে ওয়ার্ডের নিচে এক ধরনের লাল দাগ দেখা দেই সেখানে মানুষের রাত বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে এর মধ্যে যেটি সঠিক সেটিকে ক্লিক করে সংশোধন করা যায়। বাংলা বানানের ক্ষেত্রে অভ্রতে লিখতে হবে। এজন্য একটি সফটওয়্যার ইন্সটল করতে হয় যার নাম অভ্র স্পেলিং চেকার সেখানে কোন কিছু লিখলে যদি ভুল হয় তবে রাইট বাটন ক্লিক করে ভুল সংশোধন করা যায়। এভাবে কোন পোস্ট এর গ্রামার বা ব্যাকরণগত ভুল সংশোধন করা যায়।
কপিরাইটিং কি?
আসলে আমরা কপিরাইটিং বলতে বুঝি কোন পোস্ট থেকে কোন কিছু কপি করে নিজের পোস্টে পেস্ট করাকে বলি কপিরাইটিং আসলে কপিরাইটিং বলতে তা বুঝায় না। কপিরাইটিং হল কোন পোস্ট এর প্রতি আকৃষ্ট হওয়াকে বলা হয় কপি রাইটিং। কপি রাইটিং করানোর জন্য তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে অ্যাটেনশন, প্রমিস, কল টু একশন। অর্থাৎ আপনি যখন কোন পোস্ট লিখবেন তখন পাঠক বা গ্রাহক যাতে ওই পোষ্টটি পড়তে আকর্ষণ আকৃষ্ট হয় এবং ওই পোস্টে যাতে কোন কিছু নিশ্চয়তা প্রদান করে এবং সে যেন ওই পোস্টে তার মতামত ব্যক্ত করতে পারে সেটাই হচ্ছে কপিরাইটিং।
প্লেইজারিজম কি?
প্লেইজারিজম বলতে বুঝায় আপনার কোন পোস্ট যদি কেউ চুরি করে তার নিজের ওয়েবসাইটে দেয় বা আপনার পোষ্টের কোন অংশ যদি কপি করে তার সাইডে পোস্ট করে সেটাকে বলা হয় প্লেইজারিজম। আপনি কিভাবে বুঝবেন যে আপনার পোস্টের কোন লেখা প্লেইজারিজম করা আছে এজন্য আপনাকে কপি স্কাই এর মাধ্যমে আপনি আপনার পোস্টগুলো চেক করতে পারবেন।
এজন্য প্রথমে আপনাকে কপি স্কাইপ এর মধ্যে প্রবেশ করতে হবে এরপর আপনার পোস্টে লিংক টা কপি স্কাইপ এর মাধ্যমে পেস্ট করে কপি স্কাইপ সার্চ এ ক্লিক করে বুঝা যাবে যে আপনার পোস্ট কেউ চুরি করেছে কি না। কপি স্কাইপএর মাধ্যমে খুব বেশি পোস্ট চেক করা যায় না। এজন্য আপনাকে গুগলের মাধ্যমে আপনার পোস্টগুলো চেক করতে হবে সেটা পড়ার জন্য আপনার পোষ্টের যে কোন একটি অংশ সিলেক্ট করে গুগলে পেস্ট করে সার্চ করলে দেখা যাবে যে আপনার পোস্ট এর কোন অংশ কোন সাইডে আছে। এভাবে আপনি প্লেইজারিজম মাধ্যমে আপনার পোস্ট কেউ চুরি করেছে কিনা বুঝতে পারবেন।
আর্টিকেল স্পিনিং ও স্ক্র্যাপিং বিশ্লেষণ
আর্টিকেল স্পিনিং বলতে বুঝায় কোন একটা আর্টিকেল বা পোস্টকে কপি করে একটি সফটওয়্যার এর মাধ্যমে ওইপোস্টিকের নতুন রূপ ধারণ করা কি বলা হয় আর্টিকেল স্পিনিং। আর্টিকেল স্ক্রাপিং বলতে বুঝায় একটি আর্টিকেল এর কিওয়ার্ড এর মাধ্যমে সার্চ করে সে সম্পর্কে একটি পোস্ট লিখাকে বলা হয় আর্টিকেল স্ক্রাপিং। তবে আর্টিকেল স্পিনিং বা স্ক্র্যাপিং করা মোটেই ভালো কাজ না।
Buying কিওয়ার্ড র্যাংক করে টাকা ইনকাম করা
Buying কিওয়ার্ড বলতে বুঝায় গুগলে কোন কিছু লিখে সার্চ করে যদি ওই পণ্যটির প্রতি মানুষকে আকৃষ্ট করে বা কিনতে উদ্বুদ্ধ করে বা পণ্য সম্পর্কে গ্রাহককে বিবরণ জানায় এবং সে বিবরণ দেখে গ্রাহক পণ্যটি ক্রয় করে। এক কথায় বলতে গেলে বাইন কিওয়ার্ড করে টাকা ইনকাম করা মানেই অ্যাফিলেটিং মার্কেটিং করা কে বোঝানো হয়। অ্যাফিলিয়েটিং মার্কেটিং এ যেমন একটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে ওই পণ্যটি ক্রয়ের মাধ্যমে আমরা যে টাকাটা পায় সেটাই হচ্ছে Buying কিওয়ার্ড র্যাঙ্ক করে টাকা ইনকাম করা।
লেখকের মতামত
ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কপিরাইটিং কি, আর্টিকেলে কিভাবে স্ক্রিনশট নিতে হয় , বাইন কিবোর্ড কি,ব্যাকরণগত ভুল কিভাবে সংশোধন করতে হয় । আপনারা যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট বা শেয়ার করে দিবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url